Tuesday, September 22, 2020

পুনরুজ্জীবন - দীপিকা সাহা

 পুনরুজ্জীবন

দীপিকা সাহা

 

চতুর্দিকে মেঘের আড়ালে যুদ্ধ করে চলেছে

গণতান্ত্রিক মুখোশ

একটা নিশ্চুপ বিকেল

কয়েকশো বছরের তেপান্তরের মাঠে

মুখ থুবড়ে পড়লো গ্রাফাইট বর্ণের পৃথিবীটা

যার এক অংশেই শুধুমাত্র

হৃদয়টা ঢিপঢিপ করছে

কৃষকের দল সযত্নে সবুজের নির্যাসের

প্রলেপ দিয়ে যায় বাঁচিয়ে রাখার জন্য,

সেচের জলেই ধুয়ে দিচ্ছে ভয়ের স্তুপ

হয়তো ধোঁয়াশা চাঁদগুলো আগামী দিনে

স্নান করবে ইচ্ছের জলে,

প্রাক্তন, নতুনরা ঝলসানো রুটি ছেড়ে

আবার সদ্য রুটি সেঁকে গন্ধ নেবে

আজন্মকাল ধরে 


    

No comments:

Post a Comment