Tuesday, September 22, 2020

মায়াকলোনি - দীপঙ্কর গিরি

 মায়াকলোনি

দীপঙ্কর গিরি

 

এক তৃণক্ষেত্র থেকে আর এক তৃণক্ষেত্রের দিকে। নীরব মৃদু জ্যোৎস্না বেছানো পথ। পথ নয়, বালুকারাশির আদিগন্ত ঢেউ। বালিয়াড়ির আলোপিঠ, কালোপিঠ। ধৈর্যশীল ঊস্ট্রগ্রীবা। রাত্রিভ্রমনের ধ্রুপদ। অনিশ্চিত বিহার। গন্তব্য অজ্ঞাত। খোঁজ, শুধু খোঁজ। মাঝে মাঝে মৃত কিছু ওয়াদি-দুঃখ, মাশরুম-রকের আবক্ষ মূর্তি।

আলখাল্লার ভিতর বেদুইন। পাগড়ি মাথায় তুয়ারেগ। স্বীকৃত লুন্ঠন।

বিক্ষিপ্ত ক্যাকটাস। কন্টক শীর্ষে মহার্ঘ্য বিন্দু- বারি। দূর... ক্রমশ দূর... দূরগামী ক্যারাভান... যেন মরু-কিশোরীর অপসৃয়মান এক মায়া ওড়না ....

No comments:

Post a Comment