Tuesday, September 22, 2020

খিদে - জয়দেব মাইতি

 খিদে 

জয়দেব মাইতি 

 

মেঘ ছড়ায় আকাশের দিকে। 

 

সন্ধ্যা প্রদীপ আগে জ্বলে ওঠে। 

অন্ধকার নামে। 

 

মনখারাপ করে বিকেলের ফুলটি

দু'ফোটা জল ফেলার আগে 

ভেসে যায় মাঠ ঘাট

 

দরজায় দাঁড়িয়ে,সময় উপেক্ষা করে অভুক্ত মেয়েটি আজও খিদে গুনতে থাকে


No comments:

Post a Comment