Sunday, September 20, 2020

এই অপরাধ - অংশুমান চক্রবর্তী

এই অপরাধ

অংশুমান চক্রবর্তী

 

কোন ঠিকানায় যাবার কথা

নেই তো আমার মনে

আজ সারাদিন ভিজে ছিলাম

মেঘের আমন্ত্রণে

 

হঠাৎ আমায় ডাক পাঠালো

দিলাম আমি সাড়া

আগের কথা ভুলে গিয়ে

গেলাম আকাশপাড়া

 

বান্ধবীরা কেউ ছিল না

সুর ছিল না প্রাণে

অভাবটুকু মুছে গেল

পাখির কলতানে

 

বিকেলবেলা ফেরার কথা

ফিরতে হলো রাতে

একা একাই মেতে ছিলাম

অজানা মৌতাতে

 

কোন ঠিকানায় যাবার কথা

গিয়েছিলাম ভুলে

এই অপরাধ থাকলো আঁকা

ভেজা কদম ফুলে




 

No comments:

Post a Comment