Tuesday, September 22, 2020

আগমনী - শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

 আগমনী

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

 

একটা, দুটো, তিনটে, চারটে

ছোট্ট মেঘের ছানা

নীল আকাশে গা ভাসিয়ে

মেললো কচি ডানা

 

নীলপাহাড়ের, বরফচূড়োয়

ছাড়িয়ে নিজের বাড়ি,

আগমনীর সুরে বয়ে আজ -

দেয় বাতাসে পাড়ি

 

শিউলিতলার, শিশির ভেজা

টাটকা ফুলের রাশি

কাশেরবনের মাতাল বাতাস

ছডায় খুশির হাসি

 

কুমোরপাড়ায়, কাঠামোতে

খড়, মাটি, রঙ, তুলি

মা আসবে,  এই ক্ষণেতেই

দুঃখ সকল ভুলি

 

এবার মাগো, সত্যি করে,

তোমার ত্রিশূল দিয়ে,

করোনাসুর বধ কোরো  মা

সর্বশক্তি দিয়ে। 


 

No comments:

Post a Comment