Tuesday, September 22, 2020

এমন একটা দিন আসুক - মৌপ্রিয়া গাঙ্গুলি

 এমন একটা দিন আসুক

মৌপ্রিয়া গাঙ্গুলি

 

এমন একটা দিন আসুক,

ময়দানের সবুজ ঘাসের শিশির ভেজা চুম্বন আবার গায়ে মাখবে কবি,

 

এমন একটা দিন আসুক,

ব্যাথার অলি গলি রাজপথ পেরিয়ে শহরে শুধু উত্তাল প্রেমের ছবি...

 

এমন একটা দিন আসুক,

দুবেলা দু মুঠো ভাতের আশায় ক্ষুধার্তের থাকবেনা কোনো হাহাকার;

 

এমন একটা দিন আসুক,

ধর্ম যেদিন ভন্ডামিহীন, আছে শুধু মানবতার জয়জয়কার...

 

এমন একটা দিন আসুক,

শ্রমিক পাক তার মূল্য, ভুলে যাক যে সে সর্বহারার দলে;

 

এমন একটা দিন আসুক,

মানুষ নিয়ে ব্যাবসা বন্ধ হয়ে

কোলের শিশু ফিরুক মায়ের কোলে...

 

এমন একটা দিন আসুক,

যেদিন দুশ্চিন্তার প্রাচীর ভেঙে বাঁধনছাড়া হাসি হাসব,

 

এমন একটা দিন আসুক,

যেদিন সকল বাধা পেরিয়ে আবার ভালোবাসাকে ভালোবাসব!


 

No comments:

Post a Comment