Tuesday, September 22, 2020

চন্দ্রকলাপ - অরিন্দম প্রধান

 চন্দ্রকলাপ
অরিন্দম প্রধান

সন্ধ্যা হলে জল উঠে যায় মগডালে ।
ছায়ার বেড়াজালে ঘুনপোকা বয়ে আনে
শেকড়ের মাটি--শাখা প্রশাখায় ঘুম নামে

দগ্ধ শীতলপাটি মেলে ধরে প্রজাপতি ডানা।
সোঁদা গন্ধ ভেসে আসে বাঁশির সুরে
বিরহ আলোয় পাতা খসে পড়ে
জমে আছে বিষাদ-ঘাম

সুখের পাখি নববধূ সাজে
প্রদীপ হাতে
ছুটে চলে জলের গভীর টানে--

এ পাড়ায় আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়েছে... 


 

No comments:

Post a Comment