Tuesday, September 22, 2020

কমলে কামিনী - বীথিকা পড়ুয়া মহাপাত্র

 কমলে কামিনী

বীথিকা পড়ুয়া মহাপাত্র

 

মেঘ জমা আকাশের জমিতে নবসৃষ্টির চর্যাপদ!

পুরুষালী মুখের প্রতিবিম্ব দেখে স্বপ্ন হংসীর দল

উড়ে গেল বৃষ্টি ডানায় মন মানস সরোবরে!

এত বিরহ ঢেলেছো যৌবন পানপাত্রে!

অফুরান বৃষ্টি ধারা আয়ত চোখের পাল্লা

ভেজায় অহোরাত্র!

মনে আছে কি শরীরের জলোচ্ছ্বাসের শব্দ?

চাঁদের বিলিকাটা জ্যোৎস্নায় আকাশের মগ্নতায় প্রগলভ শিহরণ!

প্রতি রাতে আমার চুলের গন্ধতেলে

কেমন ডুবিয়ে রাখতে মুখ সব ভুলে গেলে?

অমানিশার অতল থেকে এক বিশাল ঢেউ স্তনগাত্রে আঁকে

প্রহেলিকার আগুনঝুরি!

ঘুমহীন রাতের গায়ে ঝিঁঝিঁর কলাবতী

আমাকে অস্থির করে!

অথচ এক আঁচল সৌরভ ছিল

রেখেছিলাম সুবর্ন কথার মুগ্ধতা

তুমি ডাকলেই হতে পারতাম বাহারি ফোয়ারা!

তবু তুমি অবিচল বরফ বেষ্টিত এভারেস্ট!

বৃষ্টিরা দিয়ে গেল আজ মৌন আমন্ত্রণের চিঠি!

বিলাসী ওষ্ঠ দুটি বলে ওঠে--

ওঠ ছুড়ি! চল একবার কামনায় নেয়ে আসি


 

No comments:

Post a Comment