Tuesday, September 22, 2020

সফল বন্ধু - শঙ্খশুভ্র পাত্র

 সফল বন্ধু
শঙ্খশুভ্র পাত্র

তোদের বাগানে কত কত ফল
আমাকে কিছু তো পাঠাবি,
এই ধর লিচু, জামরুল, কলা
সফেদা, খেজুর, বাতাবি৷

ফল খেয়ে বল বাড়বেই আর
চেকনাই হবে চেহারা,
ঝুড়ি ভরে তুই ভুরি ভুরি দিস
শশা, তরমুজ, পেয়ারা৷

আনারসে মানা নেই তো আমার
ভারি লোভ ওই কাঁঠালে,
আরও খুশি হই কাঁকুড়, ডালিম
কতবেল, আম পাঠালে৷

ডাব খেলে ভাব বাড়বেই, জানি,
আড়ি হয় সেটি না-পেলে,
মন ছুটে যাবে চট করে ওই
বিদেশী কমলা, আপেলে!

তুই যে আমার সফল বন্ধু
কতজনে আমি কইছি,
আজও মনে পড়ে তোর বাগানের
নাশপাতি, জাম, বৈঁচি৷


 

No comments:

Post a Comment