Monday, September 28, 2020

সম্পাদকীয়-২

 সম্পাদকীয়

আঁধারে যেটুকু আলো...

 

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ

 

সত্যিই এক অদ্ভুত আন্ধকারে ঢেকে গেছে পৃথিবী। এমন পৃথিবীর সঙ্গে আমাদের পরিচয় নেই। এ-পৃথিবী আমাদের একদম অচেনা। পৃথিবীর সবকিছুই আছে কিন্তু প্রাণের যেন বড়ো অভাব। জীবনের চেনা সুর হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে স্বাভাবিক ছন্দ। স্তব্ধ হয়ে গেছে পথচলার গতি। শুধু অন্ধকরা নয়, অদ্ভুত এক গতিমন্থরতা গ্রাস করেছে সময়কে। বাইরের পৃথিবীর দরজা যেন বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। আকাশের ডাক নেই; নেই সাগর, নদী কিংবা পাহাড়ের হাতছানি। নিজের ক্ষুদ্র গণ্ডীর মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে আমরা জীবনের মন্ত্র উচ্চারণ করে চলেছি।

    জীবন, বড়ো ভালোবাসার। সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে এখন অনেক ভালো-না-লাগা, অনেক মন্দ-লাগাকে আঁকড়ে ধরেছি। নিজের সঙ্গে সমঝোতা করতে করতে জানালার ফাঁক দিয়ে বাইরে উঁকি মারছি, কখন সূর্যোদয় হবে। কখন একটা আলোর আকাশ ভালোবাসার আঁচল বিছিয়ে দিয়ে আমাদের আমন্ত্রণ জানাবে জীবনের আলোক-উদযাপনে। আলোকে আমরা খুব ভালোবাসি। আসলে জীবন জুড়ে অনেক অন্ধকার। টুকরো টুকরো আলো মেখে আমরা এক-একটি অন্ধকার পেরিয়ে পৌঁছে যাই ছন্দময় জীবন অধ্যায়ের এক-একটি পর্বে। এই আমাদের জীবন-কথা। এই আমাদের বেঁচে থাকার গল্প।

    জীবন আসলে এক আশ্চর্য রূপকথা।

    সেই রূপকথার দেশে এখন রাক্ষসের অন্ধকার। মৃত্যুর বিষণ্ণতা গ্রাস করেছে জীবন। মৃত্যু, এ-কোনো নতুন কথা নয়। রোজ রোজ অসংখ্য মৃত্যু জীবনের বুকে দাঁড়ি টেনে যায়। তারই মাঝে জীবন এগিয়ে চলে। কিন্তু এমন জীবন! এই কি আমাদের সত্যিকার জীবনের ছবি? একরাশ ভয় আর আতঙ্ক নিয়ে রোজকার দিন যাপন। মুখোশের আড়ালে হারিয়ে গেছে মুখ। চেনা মুখ দেখেও ভয়ে পিছিয়ে যাই। সন্দেহের বীজ গোপনে ফাটল ধরাচ্ছে সম্পর্কের প্রাচীরে। এই অন্ধকার খুব ভয়ংকর।

    শত্রু ঘুরছে আশেপাশে। ভয় আর সন্দেহের বর্ম পরে দূরত্বের মাঝে খুঁজছি পরিত্রাণের পথ। এ-জীবন আলোর নয় একদমই। হতাশার অন্ধকার গ্রাস করছে আমাদের। জীবন বদলে যাচ্ছে একটু একটু করে। এভাবেই বদলে যাবে আরও অনেক কিছু। পৃথিবীর অসুখ কবে সারবে জানা নেই। তবে যখনই হোক না কেন সে পৃথিবী বোধহয় আমাদের চেনা পৃথিবী হয়ে ফিরে আসবে না একদমই। অদ্ভুত অন্ধকারের কালো দাগ রয়ে যাবে অনেক অনেক দিন।

    তবে পৃথিবীর এই অন্ধকার কি আজকের নতুন? পৃথিবীর আসলে সবকিছুই অন্ধকার। পৃথিবী আসলে রৌদ্র-আলোর গান। তা আছে বলেই এই পৃথিবী, জীবন রূপকথা। তেমনি করে এই অদ্ভুত অন্ধকারের মাঝেও অসংখ্য টুকরো টুকরো রৌদ্র-কথা আমাদের হৃদয়কে আলোড়িত করে, মনকে ভাবিয়ে তোলে। আসলে সব অচেনার মাঝে অন্ধকার জেগে থাকে না। কারও বুকে জেগে থাকে জীবনের আশ্চর্য আলো। সেই টুকরো টুকরো আলো আমাদের নতুন করে ভাবতে শেখায়, ভাবাতে শেখায়; এক আশ্চর্য আলোক-পথে এগোনোর প্রেরণা জোগায়। কবে এই অন্ধকার কেটে সূর্যোদয় আসবে জানি না, তবে এই অদ্ভুত অন্ধকারের মাঝে যে অসংখ্য টুকরো টুকরো আলো, তার পথ ধরে যদি এগোতে পারে জীবন, তাহলে এক আশ্চর্য আলোক-রাজ্যে অভিষেক হবে আমাদের। আমরা সেই আলোর কথা ভাবব। সেই আলোর কথা বলব। সেই আলোর রেখা ধরে পথ হাঁটব।

    অন্ধকার থাক তার মতো। তাকে অস্বীকার করা যাবে না। তবু তারই মাঝে, যার যেটুকু আলো আছে, তাই দিয়ে জ্বালিয়ে দিক জীবন-প্রদীপ। অন্ধকারে ঢেকে যাওয়া রূপকথার জীবন উপত্যকায় জেগে উঠুক দীপাবলির গান। মানুষ প্রাণ খোলা আনন্দে গেয়ে উঠুক...

    আলো আমার আলো ওগো আলোয় ভুব ভরা…’

No comments:

Post a Comment