Tuesday, September 22, 2020

মেঘ এখানে এসে অন‍্যমনস্ক হয়ে যায় - সুহিনা বিশ্বাসমজুমদার

 মেঘ এখানে এসে অন‍্যমনস্ক হয়ে যায়

সুহিনা বিশ্বাসমজুমদার

 

মেঘ এখানে এসে অন‍্যমনস্ক হয়ে যায়

যখন হাতছানি আসে পাহাড়ের ওপার থেকে,

বহুবারের মতো, বহু শতাব্দীর চাওয়া হয়ে,

সে শুনতে পায় ডাকছে তাকে ঊর্ধবাহু সব

হয়তো ভুল মনের, হয়তো বিষণ্ণতা দূতের জীবনের,

আজ্ঞাবাহী, ভারবাহী অবরুদ্ধ আবেগের

যেন, মুক্তি নেই এই বুকভরা বার্তা বহনের চক্র থেকে

না ব‍্যথা না প্রেম না একটুকরো স্বাধীন ইচ্ছেয়

লিখতে পারে আলেখ‍্য নিজের ভাবনার

নিজের মতো;

আজো তাই,

আজো আসে মেঘ

দুদণ্ড থমকায়, পাহাড়ের ওপারের হাতছানি আরো তীব্র হয়

নিদারুণ আকর্ষণে,

সীমানা পেরোনোর প্রতিকূলতায়

বিধিবদ্ধ নিয়ন্ত্রণের প্রহরায়

মেঘ এখানে এসে অন‍্যমনস্ক হয়ে যায়

ঠিক সেই অসতর্ক মুহূর্তেই ঝরে পরে অজস্রধারায়

অসহায় সমর্পণে

বুকভাঙা কান্না হয়ে

সীমানা পেরিয়ে জানা হয়না কোনদিন

পাহাড়ের অপর প্রান্তে

প্রতীক্ষায় কে তার, আজও, শুষ্ক বেশে রুক্ষ নয়নে তৃষ্ণার্ত প্রেম বুকে!!!

No comments:

Post a Comment