Tuesday, September 22, 2020

বৃক্ষহাত - খুকু ভূঞ্যা

 বৃক্ষহাত

খুকু ভূঞ্যা

 

মিছিলের মতো কারা চলেছে ঘনরহস্যের দিকে

মুখভর্তি শ্লোগান--উন্নয়ন চাই, বদল চাই।

বটতলায় বসে থাকা ছেঁড়া কাপড়ের লোকটা হি হি হাসে

ডালে বসে থাকা পাখিগুলো, এমনকি ঘাস ফুল মাটিও--

ক্রমে মিছিল লম্বা হচ্ছে, গলার আওয়াজ আরো-

আশ্চর্য, তাদের কারুর হাত নেই

কেউ কাউকে ধরছে না, আশ্রয় খুঁজছে না কেউ কারুর কাছে

নিজের কোলাহলের ভেতর ঘুরপাক খেতে খেতে কে যে কী চাইছে

কী ভাবছে, বোঝা যাচ্ছে না

হাজার শব্দের ভেতর হাজার ডোবা; সেখান থেকে পুঁতিগন্ধ ওঠে আসছে

আর গা ঘিনঘিন করছে হাওয়ার-

মুখোশে ধাক্কা খেয়ে রোদ ফিরে গেছে নির্জনে

জ্যোৎস্না লুকিয়ে পড়েছে পাথর গুহায়

 

সেউনী দিয়ে ধান ফলানো চাষী এসব বোঝে না

মাদুরবোনা বধূ, ধানকাটা কিষাণী এসব বোঝে না

বোঝোনা সূর্যমুখি চাষ করা জ্যোতিদাদু

ছাত্রছাত্রীরা ইস্কুলের দিকে যেতে যেতে গণিত ভূগোল ইতিহাস গুলিয়ে ফেলে

পাথর বিছানো পথে রঙবেরঙের গীরগিটি

বোকারাই বোঝোনা সেকথা, তাই--

দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে একমুঠো রোদ ধরবে বলে


 

No comments:

Post a Comment