Tuesday, September 22, 2020

গুনধর গুনা - কাজী সামসুল আলম

 গুনধর গুনা 

কাজী সামসুল আলম 

 

গুনধরের বুদ্ধি অসীম 

সব কিছুতেই কৌতূহল 

নিমের পাতা তেতো কেন 

নোনা কেন নদীর জল

 

গবেষণায় ব্যস্ত থাকেন 

থিসিস লেখেন প্রতিদিন 

কালি কাগজ কম পড়েছে 

ব্যাংক থেকে নেবেন ঋণ

 

গুনধরের বায়না শুনে 

ঘাবড়ে গেলেন ম্যানেজার 

কেমন করে ছাপে টাকা 

জানতে চায় মন তার

 

গবেষণা থিসিস লেখা 

এসব গুনার চালাকি 

আসল ফন্দি জানতে গুনার 

ম্যানেজারের নেই বাকি

 

পুলিশ এসে ধরল গুনায় 

নোট ছাপানোর কু চিন্তায় 

গবেষণা থিসিস ছেড়ে 

গুনা এখন জেলখানায়


 

No comments:

Post a Comment