Tuesday, September 22, 2020

মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায় - বর্ণশ্রী বকসী

 মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায়

বর্ণশ্রী বকসী

 

মেঘ তার রূপ ছড়িয়ে দেয় মেঘালয়ের বুকে

পথে যেতে যেতে দেখেছি হাতের নাগালে মেঘ

গাড়ির জানালা খুললেই ধোঁয়াটে সাদা শরীর

ঢুকিয়ে দ্যায় অনায়াসেই ...

মাথার পিছনে ঝুড়ি বাঁধা খাসিয়া নারীর প্রেমিক

সেই মেঘ যেন বিচ্ছুরিত সৌকর্যে বিমনা,

গাছেদের সারির খাঁজে অবোধ বালকের মত

লুকিয়ে পড়তে গিয়ে ভেসে যাওয়া অবয়বে

এঁকে যায় নিত্য নতুন প্রতিকৃতি!

আমি একটা মেঘজন্ম পাওয়ার অপেক্ষায় থাকি

শরীরের মাংসল পেলবতা ছুঁয়ে মেঘের পাপড়ি,

মিথষ্ক্রিয়া! নাকি কল্পনার খেয়ায় পাল তুলে

ছুটে যাবো দিগ্বিদিক-

তারপর হালকা জলের ধারাপাত হয়ে মেঘ থেকে

বৃষ্টিজন্ম হবে, নিদাঘের রুক্ষ মাটি আর্দ্র হবে-

ফসল ফলানিয়া মাটিতে চাষিরা রাখালিয়া সুরে

গাইবে নব জীবনের মধুর গান মেঘের তানপুরায়।

No comments:

Post a Comment